Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাঝগাও ইউনিয়নের ইতিহাস

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানে উপজেলার বৃহত্তম, মাঝগাঁও ইউনিয়ন। মাঝগাঁও ইউনিয়নের তেমন কোন ইতিহাস জানা য়াযনি। তবে ২০০৫ সালের পূর্বে এই ইউনিয়ন পরষদটি বনপাড়া  বাজার উত্তরা ব্যাংক ও বনপাড়া পৌরসভা সামনে অবস্থিত ছিল। এর পর স্থানীয় লোক-জনের সহযোগিতায় ২০০৫ সালে এই পরিষদটিকে স্থানান্তর করা হয়, বনপাড়া হাটিকুমরুল বিশ্বরোর্ড সংলগ্ন ক্ষেতখোর মৌজায়। এই ইউনিয়নের আয়তন ১৮.২০ বর্গ কি: মি:, জেলা পরিষদ হইতে ইউনিয়নে দূরত্ব  ২১ কি: মি:, উপজেলা পরিষদ হইতে ইউনিয়নের দূরত্ব ০৪ কি: মি:, এই ইউনিয়নে মোট ২১ গ্রাম রয়েছে, ইউনিয়নের জনসংখ্যা ৩৭,০৭৪ জন, মোট ভোটার ২৫,২৫৬ জন, হাট-বাজারের সংখ্যা ২টি, ডাকঘরের সংখ্যা ২টি, এই ইউনিয়নের জন সাধারন সকলেই নিজেদের মধ্যে আন্তরিক। মাঝগাঁও ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক বড়াল নদী। এই নদীতে শুষ্ক মৌসুমে পানি থাকে না। বর্ষা মৌসুমে নদীর কিছু কিছু স্থানে পানি দেখা য়ায। নদীর দুই ধারের মানুষের অবৈধ বসত বাড়ী নির্মানের কারনে এই বড়াল নদী তার নাব্যতা দিন দিন হারিয়ে ফেলেছে। এই ইউনিয়নের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও অনেক বিশিষ্ট ব্যাক্তি বর্গ রয়েছে। এই ইউনিয়নের মধ্যে সরকারী-বেসরকারী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই ইউনয়নের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর হাওর-বিল অবস্থিত। এই বিলের নাম বিল চিনি ডাঙ্গা নামে পরিচিত। এই হাওর বা বিলে প্রচুর পরিমানে মাছ উৎপন্ন হয়। এই মাছ আহরনের মাধ্যমে এই ইউনিয়রে অনেক মৎসজীবি তাদের জীবিকা নার্বাহ করে থাকে।


কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ন্যাশনাল পোর্টাল ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করুন