পীর রকিবুল্লাহ জন্ম সুত্রে বড়াইগ্রাম থানার রাথুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৩১ সালে রাথুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি প্রাতিষ্টানিক শিক্ষা তেমন শিক্ষিত ছিলেন না। কিন্তু তিনি আধ্যাতিক ঞ্জানে ঞ্জানী ছিলেন। তাঁর স্মরন শক্তি ছিল অত্যাধিক। তার আচার-আচারন ও কৃতিকর্মে আকৃষ্ঠ হয়ে প্রচুর মানুষ তার হাতে হাত দিয়ে মুরিদ হতে লাগলেন। তার মুরিদানের সংখ্যা প্রায় ৮-১০ হাজার ছিল। তার মুরিদানদের মধ্যে বেশির ভাগ ছিল পাবনা জেলা, নাটোর জেলা, ও সিরাজগঞ্জ জেলার মানুষ। তিনি জীবিত অবস্থায় ৩ জনকে খেলাফত দিয়েছিলেন। তাদের মধ্যে আইনুল হক, জয়নুদ্দিন ও ইউনুস অন্যতম। তিনি জীবিত ছিলেন ৬৮ বছর। অত্যান্ত দক্ষতার সাথে মুরিদানদের পরিচালনা করেছিলেন। তিনি ১৯৯৯ সালে মৃত্যু বরন করেন। বর্তমানে তার মুরিদানরা তাকে কেন্দ্র করে প্রতি বছর বাৎসরিক অনুষ্টান ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এই অনুষ্ঠারে প্রায় ৫০ হাজার লোকের সমাগম ঘাটে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS